কাল স্বপ্ন দেখলাম
যে তুমি মারা গেছো।
মারা গেছো এক অচেনা অজানা দেশে
এমন একটা শহর যা সমস্ত চেনা শহরের থেকে আলাদা, বিচিত্র।...
তারা তোমার মৃতদেহ একটা খোলা কবরে
শুইয়ে রেখেছে।
এক নির্জন স্থানে যার আশেপাশে শুধুই নিস্তব্ধতা।
যাতে তুমি মরণোত্তোর স্বাতন্ত্র্য উপভোগ করতে পার......যা তুমি সারা জীবন চেয়েছ।
তাই কাল রাতে তোমায় সেখানেই রেখে দিয়ে এলাম, একা, অসাড়
র্নিলিপ্ত নক্ষত্রমণ্ডলীর তলায়। অনন্তকালের জন্য।
গার্গী
তোমায় আর মনে রাখবনা,
তুমি হয়ত আমার প্রথম প্রেমিকার থেকেও সুন্দর ছিলে
কিন্তু আজ সময় তোমার প্রতি উদাসীন...
কারণ ভালবাসার অমরত্ব তুমি পাওনি।।
২৫এ ডিসেম্বর, ২০১৩
যে তুমি মারা গেছো।
মারা গেছো এক অচেনা অজানা দেশে
এমন একটা শহর যা সমস্ত চেনা শহরের থেকে আলাদা, বিচিত্র।...
তারা তোমার মৃতদেহ একটা খোলা কবরে
শুইয়ে রেখেছে।
এক নির্জন স্থানে যার আশেপাশে শুধুই নিস্তব্ধতা।
যাতে তুমি মরণোত্তোর স্বাতন্ত্র্য উপভোগ করতে পার......যা তুমি সারা জীবন চেয়েছ।
তাই কাল রাতে তোমায় সেখানেই রেখে দিয়ে এলাম, একা, অসাড়
র্নিলিপ্ত নক্ষত্রমণ্ডলীর তলায়। অনন্তকালের জন্য।
গার্গী
তোমায় আর মনে রাখবনা,
তুমি হয়ত আমার প্রথম প্রেমিকার থেকেও সুন্দর ছিলে
কিন্তু আজ সময় তোমার প্রতি উদাসীন...
কারণ ভালবাসার অমরত্ব তুমি পাওনি।।
২৫এ ডিসেম্বর, ২০১৩
No comments:
Post a Comment