Tuesday, June 14, 2016

ধর্মদ্রোহী


ঝিনি
তোমার চোখ দুটো আমায় রাজদ্রোহী করেছিল একদিন বিকেলে
রাজ ঐশ্বর্যের আশা দেখিয়েছিল ওই চোখদুটো...
যা পৃথিবী ভুলে গেছে বহুকাল।
ধ্বংসের ভয় ছিলনা সেদিন। ছিল শুধু প্রত্যাশার আকুতি,
বির্ধমি প্রেমের সাক্ষরতা ছিল তোমার চাহনিতে
অলস ভাবে টেনে নিয়ে গিয়েছিল এক যাদুকরের গুহায়
সেখান থেকে শহর দেখা যায়না, গঙ্গার জলে মৎস্য কন্যারা জলকেলি করে
ব্রিগেডে কবি সম্মেলন হয়।
গভীর, গহন সেই চোখে শরতের মেঘ ওড়না হয়ে ভাসে
রাত হটাৎ থেমে যায়, বাতাসে বেজে ওঠে মল্লহারের সূর
আর সেই নিশ্তব্ধতা চিরে তোমার চোখ আদেশ দিয়েছিলো
আমায় পাপ করতে...পাপ করেওছিলাম,
কারন তোমার চোখে দেখেছিলাম বিশ্বাসের আগুন
যেখান থেকে আমার অনুভূতিগুলো একে একে ফিনিক্সের মত জন্ম নিচ্ছে।
তুমি আমার কাছে রাত্রি চেয়েছিলে
আমার যৌনতা জ্বালিয়ে তোমার জন্য রাত্রি এনে দিয়েছিলাম
ঠিক এইখানে যেখান ওরা সভ্যতাকে খুন করেছিল।
সেদিন মত্ত্ব হয়ে তোমার চোখে
দেখেছিলাম প্রেম, আত্মাহুতি, কলঙ্ক্‌......সুগটিত, উচ্ছল, উদ্দাম
যা ভবিষ্যতের অন্ধকার চিরে ধিকিধিকি করে জ্বলে।
তোমার চোখে হয়ত সেদিন আমি পুরহিত বা পাপী ছিলাম
আজ সেই ছোখেই আমি ধর্মদ্রোহী হয়ে গেলাম?

১৬ই ডিসেম্বর, ২০১৩

No comments:

Post a Comment