Wednesday, June 15, 2016

কাল ভোররাতে আমার মৃত্যূ দেখলাম

কাল ভোররাতে আমার মৃত্যূ দেখলাম
না পাওয়া প্রেম, অষাড় ভোগের জানালা দিয়ে দেখা মৃত্যূ।
আমার খুব কাছের বন্ধুরা সোল্লাসে স্লোগান দিছছিল
শালা গেছে বাঁচা গেছে।
হিয়েরোগ্লাফিক্সে লেখা এপিটাফটা আঠা দিয়ে জোড়া...
পুরনো প্রেমিকারা নালার কালো জলের মত তলপেট খুলে হাসছিল
পাড়ার বন্ধুরা আজ অফিস কেটে মলএ বারগার খেতে যাবে
তাদের তিনমণি বউদের নিয়ে…যারা এক সময় আমার খাটের তলায়
বহু দুশ্চিন্তার প্রহর কাটিয়েছে...ঈর্ষা করেছে একে অপরকে
তারাই পাছা দুলিয়ে বলবে
সখী এবার স্পষ্ঠ কথা দিয়ে কষ্ট পাওয়ার দিন শেষ।
কবিতা দিয়ে আর প্রতিশোধ নিতে ও পারবেনা।
ফুলের মধ্যে শিঊলি ই আজ ফুটবে...তবে দেরীতে।
লাল ঘরে ঘরে এখন কমলা আলো
দূর থেকে দেখতে পেলাম কাঁটা বেধাঁনো আমার নগ্ন মৃতদেহ
একলা শিশুর মত নিশ্চিন্তে ঘুমোচ্ছে...কিচ্ছু যায় আসে না তার
দূরে মুখ লুকিয়ে কাঁদছিল একটি মেয়ে যাকে ৩০ টাকায় কিনেছিলাম
শুধু বিদায় নেওয়া হল না।
আমি এক অন্ধকার থেকে আর এক অন্ধকার এ মুখ লুকোলাম।

ধর্মের কল আজ ও কি বাতাসে নড়ছে?

No comments:

Post a Comment