পৃথিবীর সমস্ত অশান্তির মূলে
আমার মনে হয় তুমি।
তোমার পাপের মত অন্ধকার চুল
তোমার ঝিনুকের মত ঠোঁট
তোমার অজন্তা ইলোরা বুক
কোমর
আলী আকবরের বন্দিশের মত পা
আর ২২ বছর আগে তোমার সাথে কাটানো
দম বন্ধ কয়েকটা বিকেল।
আজ ২২ বছর ধরে
আমার হাত ঘড়িটা বন্ধ।
শোন! সুপার মুনের ইজ্জতটা রাখ,
ইঞ্চি খানেক কাছে এসো।
বিপরীতগামী দুটো স্বপ্নর জন্ম দিই।