Monday, May 19, 2014


বুঝিনা ডান বাম
মানিনা রহিম রাম
যত্তোসব বুড়ো ভাম
এবার কিছু কাম (কাজ) করে দেখা।
 
নেতাদের জুয়োচুরী
দেশজুড়ে মহামারী
কথা দিয়ে ফুলঝুড়ি
তবু কৃষকের হাঁড়ি আজও ফাঁকা।
 
পুঁজিবাদী লালসায়
সব্ দেখি ভেসে যায়
মারোয়াড়ী মজা পায়
দেখি স্বাধীনতা অসহায় একা।
 
তবু ছাড়বনা ডান বাম
ভুলবনা রহিম রাম
মানুষের কিবা দাম
বৃথাই ঘাস ফুল পদ্ম আঁকা।
 

No comments:

Post a Comment